ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 77 বার
ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসির ২০০৭ এবং এইচএসসি ২০০৯ এর ফেসবুক গ্রুপের উদ্যোগে শুক্রবার ১২ই ফেব্রুয়ারি, ২০২১ পথশিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় শহরের এ.মালেক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে শারমিন সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাহাউদ্দিন বাহার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। অনুষ্ঠানে ৫০জন পথ শিশুর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।