শফিকুল ইসলাম সোহেল | বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০ | পড়া হয়েছে 249 বার
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার সকালে পৌর এলাকার কাউতলী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, ভাদুঘর টিএন্ডটি পাড়ার শাওন মিয়া- (২০) এবং, আখাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের তাসলিমা বেগম-(২১)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পৌর এলাকার কাউতলী বিগ বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।