শফিকুল ইসলাম সোহেল | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 257 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ৮শত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকেরা।
গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের সুরাইয়া বেগম-(৫৫) এবং একই এলাকার নুরুন নাহার বেগম- (২৮)।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রা-বিরতি করলে তাদেরকে তল্লাশী ১ হাজার ৮শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পরিচালক হুমায়ূন কবির খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হবে।