শফিকুল ইসলাম সোহেল | রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 190 বার
ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১জানুয়ারি ২০২০) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রে প্রশান্ত বৈদ্য তাদেরকে এই কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার মোহাম্মদ শেখ মনির হোসেন- (৩৫), একই এলাকার মারুফ আব্দুল্লাহ জহির-(৩০) ও নাঈম মিয়া-(৪০)। এর আগে শনিবার সন্ধ্যায় র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা কাজীপাড়ার এলাকার মোশারফের ঘরে অভিযান চালিয়ে গাঁজা সেবন করার সময় তাদেরকে গ্রেপ্তার করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।