| বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 132 বার
আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও টিআইবির সহায়ক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথ উদ্যোগে গত বুধবার ২৮ সেপ্টেম্বর তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
সচেতন নাগরিক কমিটি, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জেসমিন খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভ‚ইয়া।
বক্তব্য রাখেন টিআইবির ম্যানেজার মোঃ আমজাদ হোসেন, সনাকের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম. সদস্য মোহাম্মদ আরজু প্রমুখ।
মেলায় সব্য সাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। মেলায় তথ্য প্রযুক্তির ২৪ টি স্টল স্থান পায়। এর আগে সকালে এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।