ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 511 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর মৃত্যুদাবীর এক লক্ষ ২৬ হাজার ৮৮০ টাকার চেক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের টি এ রোডস্থ কোম্পানীর এজেন্সী অফিসে নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের মোঃ দুলাল মিয়ার মৃত্য দাবীর চেক মনোনীতক তার স্ত্রীজোসনা বেগমের নিকট হস্তান্তর করেন ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম। এসময় কোম্পানীর সি আর এম মোহাম্মদ আরজু ও বিএম সৈয়দ মোহাম্মদ আকরাম উপস্থিত ছিলেন।