ডেস্ক ২৪ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 278 বার
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের জেলা সভাপতি মনিরুল হক মীরের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক অলীউর রহমান, সাবেক সাধারন সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।