ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 96 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। গত শনিবার রাত ৭টায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয়রা রেললাইনের পাশে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে রাত ৭টায় রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার এস.আই মোঃ সেফাতুর রহমান বলেন, ধারনা করা হচ্ছে ট্রেনে কাটা পড়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার হাত, পা ও মাথায় প্রচন্ড আঘাতে প্রচন্ড আঘাতের চিহ্ন ছিলো। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।