| শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 231 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে “জঙ্গিবাদ দমনে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির। পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সহ-সভাপতি মজিবুর রহমান খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরি মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম ভূঁইয়া মোঃ জামাল খান প্রমুখ।