ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | শনিবার, ২৬ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 541 বার
গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া এলাকা থেকে সানজিদা খানম তমা (২২) নামের এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী নাজির উদ্দিন (২৫) ও বাড়ির দারোয়ান ইব্রাহিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটক স্বামী নাজির আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সকাল ১১টায় কলেজ পাড়া ডিসি বাংলো রোডের ভাই ভাই ম্যানশনের ছয়তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তমা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। তমা কলেজ পাড়ার ভাই ভাই ম্যানশনের দ্বিতীয় তলায় তার বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্বজনরা জানান, গত দুই দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই আনিস আল মাহমুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত দুই দিন আগে থেকে তমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে ভাই ভাই ম্যানশনের দারোায়ান ইব্রাহিম মিয়া ছয়তলার সিঁড়ি ঘরের সামনে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। মরদেহের দুই হাত ওড়না দিয়ে এবং পা পুরনো একটি প্যান্ট দিয়ে বাঁধা ছিল। গলায় তিনটি নখের আঁচড় দেখা গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।