ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | শুক্রবার, ১২ মে ২০১৭ | পড়া হয়েছে 413 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দাড়িয়া পুর থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ । গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।
সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ও বলেন , সকালে পৌর শহরের দাড়িয়াপুর এলাকার সড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সদর মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির বুকের বাম পাশে গুলি ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।