শফিকুল ইসলাম সোহেল | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 215 বার
গণসঙ্গীত গণমানুষের কথা বলে এই শ্লোগানকে ধারণ করে অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি ২০২০) থেকে তিন মাসব্যাপী গণসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়ার আহবায়ক সাংবাদিক আবদুন নূর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুশীলনের সংগঠক মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, অ্যাডভোকেট মোঃ নাসির , চিন্ময় ভট্টচার্য, আবুল খায়ের প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমতাভিত্তিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে সাংস্কৃতিক আন্দোলন অপরিহার্য। গণমানুষকে অধিকার সচেতন করতে গণসঙ্গীত চর্চার বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন ঢাকা বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক ও প্রতিশ্রুতিশীল গণসঙ্গীত শিল্পী অন্তনু কর । কর্মশালায় বিভিন্ন স্কুল-কলেজের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।