| বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 83 বার
কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯.০৪.২০১৮) সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারস্থ জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চ প্রাঙ্গণ থেকে জেলা কৃষকলীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাচারী প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে পুরাতন কাচারীর জেলা কৃষকলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগ সভাপতি ছাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন দুলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম ভূইয়া সহ জেলা কৃষকলীগ নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা কৃষকলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের ভূঁইয়া।-প্রেস বিজ্ঞপ্তি