ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | শনিবার, ০২ জানুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 807 বার
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, কালজয়ী উপন্যাসিক ও তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা অদ্বৈত মল্লবর্মণের ১০৩তম জন্মদিন গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শিশুদের বৃন্দ আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে ভাষা চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর এলাকার গোকর্ণঘাটে অদ্বৈত মল্লবর্মণের জন্মভিটায় অদ্বৈত ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রভাষক মাসুম মিয়ার সভাপতিত্বে ও তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্পাদক বাছির দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন ফারুক আহমেদ ভূঞা, অ্যাডভোকেট শিপনুর রহমান, স্বপন কুমার দেবনাথ, এটিএম মহসিন, রুনাক সুলতানা পারভীন, হৃদয় কামাল, সাইদুল ইসলাম, অমিতাভ চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, উত্তম কুমার দাস, মনির রানী দে, সৌরভী নাসরিন শাওন, আতিকুল ইসলাম সুজন, সোহাগ রায়, সালামান, সাথী প্রমুখ।