শামীম-উন-বাছির | শনিবার, ০৬ জুন ২০২০ | পড়া হয়েছে 202 বার
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় অর্ধশত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া কর্মহীন মানুষের মধ্যে এই উপহার বিতরণ করেন। এ সময় সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাঈল হোসেনসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, জাতীয় জরুরী সেবা ৩৩৩-এ আবেদনকারীদের থেকে যাচাই-বাছাই করে শনিবার বিকেলে ৫০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করা হয়।