শামীম-উন-বাছির | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ | পড়া হয়েছে 328 বার
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৫৪ জনের করোনা পজিটিভ এসেছে।এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩৩৯ জন হলো।মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা.মোহাম্মদ একরাম উল্লাহ।
তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ১৪১ টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ২৭ টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে।
সদর উপজেলায় ১২ জন, নাসিরনগরে ২ জন, নবীনগরে ২১ জন, আশুগঞ্জে ৭ জন,বাঞ্ছারামপুরে ৪ জন, আখাউড়ায় ৮ জন।
জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬১ জন ও মারা গেছেন ২৩ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৮২২ জন।
এর মধ্যে জেলায় ৭৮৮ জন ও অন্য জেলাতে ৩৪ জন।