ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০ | পড়া হয়েছে 200 বার
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গালর্স স্কুলে গত শনিবার বিকেলে ইংরেজী ভাষার চর্চা বৃদ্ধির লক্ষ্যে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ বশির আহমেদ ভূইয়া।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ টিচিং একাডেমির পরিচালক ওয়াসিম আহমেদ খান শিমূল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আতাউর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী খাইরুল ইমাম সেকুল, সাংবাদিক আবেদুর আর শাহীন ও আলমগীর মিয়া।
অনুষ্ঠানে বিদ্যালয়ে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব গঠন করা হয় এবং প্রতি সপ্তাহে দুই দিন ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।