| শনিবার, ২৭ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 211 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কাউছার মিয়া-(৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাউছার মিয়া সদর উপজেলার বাসুদেব গ্রামের মরহুম ইদ্রিস মিয়া প্রকাশ রাজ্জাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে কান্দিপাড়ায় ভাড়া থাকেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কান্দিপাড়া গ্রামের শংকর দাসের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ দুই হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।