নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫ | পড়া হয়েছে 774 বার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণঘাট বাজারে ইয়াবা বিক্রির সময় কালু মিয়া (৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে ২৬০ পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোকর্ণঘাট মাছ বাজার এলাকা থেকে ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এছাড়া বাজারের পাশের এক দোকান থেকে আরো ২০০ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার টাকা জব্দ করা হয়।
আটক কালু মিয়া গোকর্ণ গ্রামের দক্ষিণ পাড়ার সিরাজ মিয়ার ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান,
আটক কালু মিয়ার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।