ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | সোমবার, ২১ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 194 বার
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত রোববার ২০ ডিসেম্বর ২০২০ সকালে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার পৌর এলাকার মেড্ডা উপশাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যাবস্থাপক মেহেদী হাসান চৌধুরীর সভাপতিত্বে ও ব্যাংকার সমীর চক্রবর্তীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল¬া কচি, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী।
বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ হাবিবুল¬াহ, পৌর কাউন্সিলর আবুল বাশার, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, মুক্তিযোদ্ধা রোস্তম আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপশাখার ইনচার্জ সাইদুর রহমান মোল্লা।