শামীম-উন-বাছির | রবিবার, ০৭ জুন ২০২০ | পড়া হয়েছে 395 বার
ব্রাহ্মণবাড়িয়ার আরো ৮জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে আইইডিসিআর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে আসা নমুনার ফলাফলে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।
নতুন করে আক্রান্ত হওয়া ৮ জনের বাড়িই নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে। এ নিয়ে জেলায় মোট ২৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সানজিদা রোববার দুপুর ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাঃ সানজিদা বলেন, আইইডিসিআর থেকে প্রাপ্ত রিপোর্টে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের সবার বাড়ি নবীনগর উপজেলায়।
তিনি বলেন, এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৫ হাজার ২০০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৩২১ জনের রিপোর্ট পাওয়া গেছে। তিনি বলেন, জেলায় আক্রান্ত ২৫১ জনের মধ্যে ৭২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬৭ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১৬০ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন ও ফেনীতে ১ জন আছেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জেলায় ৪ জন মারা যায়।