শামীম-উন-বাছির | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০ | পড়া হয়েছে 291 বার
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ২২জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ১৪২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডাঃ সানজিদা এই তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া মডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ১২৮ টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলায় ৭ জন, আশুগঞ্জে ৬ জন,নাসিরনগরে ৩ জন, আখাউড়ায় ২ জন, বিজয়নগরে ২ জন, সরাইলে ১ জন ও কসবায় ১ জন রয়েছেন।
তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৫০৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ও মারা গেছেন ২৪ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৮৮৭ জন।