শামীম-উন-বাছির | শনিবার, ৩০ মে ২০২০ | পড়া হয়েছে 589 বার
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরো ১৭ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। গত শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনার রিপোর্টে তাদের পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মোট ১৩১ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন কার্যালয়ের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সানজিদা জানান, শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ সনাক্ত হয়েছে।
এদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, আশুগঞ্জ উপজেলায় ১ জন ও বিজয়নগর উপজেলায় ১জন রয়েছেন।
সদর উপজেলার ১৫ জনের মধ্যে রাধিকায় ১জন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ায় ৪ জন, দুইজন স্বাস্থ্যকর্মী, মেড্ডা পীরবাড়ি এলাকার ২ জন, কাজীপাড়ার ৩ জন, মৌড়াইল কলেজপাড়ার ১ জন, মুন্সেফপাড়ার ১ জন ও ভাদুঘরের ১ জন।
ডাঃ সানজিদা আরো বলেন, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৮০১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে ৩ হাজার ৩৬২ জনের রিপোর্ট পাওয়া গেছে। তিনি বলেন, জেলায় আক্রান্ত ১৩১ জনের মধ্যে ইতিমধ্যেই ৫৮ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আইসোলেশনে আছেন ৫৪ জন, ঢাকায় আছেন ৫ জন ও কুমিল্লায় আছেন ১জন। তিনি বলেন, করোনা পরিস্থিতি শুরুর দিকে জেলায় ২ জন মারা যায়।