| শুক্রবার, ২৩ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 95 বার
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল বৃহষ্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেয়। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু স্কয়ার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।