প্রতিনিধি | সোমবার, ০৯ মে ২০১৬ | পড়া হয়েছে 323 বার
ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাসের চুলা থেকে রান্নাঘরে আগুন লেগে দগ্ধ হয়ে নুরুন্নাহার নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার ০৯ মে দুপুর পৌনে ১২টার দিকে শহরের পূর্ব পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু নুরুন্নাহার পূর্ব পাইকপাড়ার ভাড়াটে বাসিন্দা হোসেন মিয়ার মেয়ে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, নুরুন্নাহার ও আরেক শিশু ওই ঘরে ছিল। দুপুর ১২টার দিকে ঘরের পাশে রান্নাঘরে গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। দ্রুত এলাকাবাসী এক শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও নুরুন্নাহার আগুনে পুড়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।