প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬ | পড়া হয়েছে 663 বার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে পৌর এলাকার কাউতলী থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি পাইপ গান, ৩ টি ছোড়া উদ্ধার এবং তাদেরকে বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকসা জব্ধ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার মেড্ডা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম মিয়া-(৩২), শহরতলীর বিরাসার গ্রামের মোবারক হোসেনের ছেলে মোঃ সোহেল-(২৯),সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের মৃত আবদুল হাসেমের ছেলে বারেক মিয়া-(২২), নন্দনপুরের হামদু মিয়ার ছেলে মোঃ তুষার মিয়া-(২৫) ও সুতিয়ারা গ্রামের মন মিয়ার ছেলে ছালেক মিয়া- (২৫)। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।