স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ০২ জুন ২০২০ | পড়া হয়েছে 191 বার
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরিস্থিতিতে অর্ধশত কর্মহীন ও অহসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া কর্মহীন মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান, প্রশাসনিক অফিসার মোঃ ইসমাঈল হোসেন প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, জাতীয় জরুরী সেবা ৩৩৩ এর মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৫০টি পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়।