| বুধবার, ১১ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 336 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় আজ বুধবার (১১.০৪.২০১৮) সদর উপজেলার নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৬ বছর বালকদের ডেভেলপমেন্ট কাপ ফুটবল প্রতিযোগিতার খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টুর সভাপতিত্বে বাছাই পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি অ্যাডঃ মোঃ ইউসুফ কবির ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, একজন খেলোয়াড় একটি দেশের জন্য অনেক সম্মান বয়ে আনতে পারে। খেলাধূলা শরীর মন উভয়ই সুস্থ রাখে। লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে খেলাধূলা করতে হবে। দিনব্যাপী খেলোয়াড় বাছাই পর্বে বিভিন্ন উপজেলা থেকে ৩০ জন ফুটবল খেলোয়াড় অংশ গ্রহণ করেন।
কোচের দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের খেলোয়াড় মোঃ শফিক মিয়া ও স্থানীয় খেলোয়াড় মোঃ আবু বকর।
বাছাইকৃত ৩ জন খেলোয়াড় পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগীয় দল গঠনের জন্য মনোনীত হবে।
৮টি বিভাগীয় দল নিয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্টের জাতীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে। বাছাই পর্বের সার্বিক দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।-প্রেস বিজ্ঞপ্তি
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |