স্টাফ রিপোর্টার | মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 667 বার
ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হতে যাচ্ছেন মোঃ আনোয়ার হোসেন খান। পুলিশ অধিদফতরের এই সহকারী মহাপরিদর্শককে (এআইজি) বদলি করা হয়েছে। সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমান পুলিশ সুপার মো. মিজানুর রহমান পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হয়েছেন। ফলে তার স্থলাভিষিক্ত হচ্ছেন আনোয়ার হোসেন খান।
তিনি কিশোরগঞ্জ পুলিশ সুপার ছিলেন। বদলি হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশ সদরদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) হন।
২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন আলোচিত শোলাকিয়া ঈদগাহ চেকপোস্টে জঙ্গি হামলা হয়। সে সময়ে জঙ্গি বিরোধী অপারেশনে সরাসরি নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন আনোয়ার হোসেন খান।
চলতি বছর বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত হন তিনি। এর আগে ২০১৫ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন আনোয়ার হোসেন।