নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ; | শনিবার, ০৩ ডিসেম্বর ২০১৬ | পড়া হয়েছে 933 বার
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সামাজিক সম্প্রীতির লক্ষে পুলিশ ওএলাকাবাসরি উদ্যোগে বাউল গানের আসর অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নাসিরপুর হরি মন্দির প্রাঙ্গনে আয়োজিত বাউল গানের আসরে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো:মিজানুর রহমান।হরি মন্দির কমিটির সভাপতি বিভুতি ভ’ষন ভট্রাচার্যের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পলিশ সুপার মো:ইকবাল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা:রাফিজ উদ্দিন সহাকারী পুলিশ সুপার ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।পুলিশ সুপার বলেন নাসিরনগরে সাম্প্রতিক ঘটে যাওযা অনাকাঙ্কিত ঘটনার কারনে বিনষ্ট সম্প্রীতি আগের মত ফিরিয়ে আনতে সকল ধর্ম্মের মানুষেকে উজ্জিবিত করার প্রয়াশে প্রশাসন , পুলিশ এবং এলাকাবাসী বাউল গান উৎসব সহ নানা œ অনুষ্টানের আয়োজন করছে, ।তিনি ঘটনার সাথে জড়িত কোন অপরাধিকে ছাড় দেওয়া হবে না বলে সকলকে আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন।এলাকার বিপুল সংখ্যক মানুষ বাউল গান উপভোগ করে।