প্রতিনিধি: | শনিবার, ২৬ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 554 বার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। গত শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ কালিবাড়ী ও শিমরাইল কান্দি শ্মশান কমিটির উদ্যোগে ১২০ জনের মাঝে এ ত্রান সহায়তা প্রদান করা হয়। স্থানীয় গৌরমিন্দর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন দেব, দক্ষীন কালিবাড়ী মন্দিরের উপদেষ্টা রঞ্জন চৌধুরী, সভাপতি প্রিয়তোষ ভট্টাচার্য, সাধারন সম্পাদক তপন চৌধুরী, শিমরাইল কান্দি শ্মশান ঘাট কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী, মন্দির কমিটির সাবেক সাধারন সম্পাদক উত্তম পাল, স্বপন দাস এবং কোষাধ্যক্ষ মিহির ঘোষ। ত্রান সামগ্রীর মধ্যে প্রত্যেককে শাড়ী, লুঙ্গি এবং কম্বল দেয়া হয়।