শফিকুল ইসলাম সোহেল | শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯ | পড়া হয়েছে 226 বার
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মধ্যে সততা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার “ সততা স্টোর” উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান প্রধান অতিথি হিসেবে পৌর এলাকার ভাদুঘর ডি.এস কামিল মাদরাসা এবং সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়–য়া, উপজেলা শিক্ষা অফিসার জীবন ভট্টাচার্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজুসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।