| মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 215 বার
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে বদলি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব রেজওয়ানুর রহমানকে। গতকাল সোমবার ২৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। সুত্র জানায়, গত রোববার (২৮ আগস্ট) বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় এই জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ২৩ আগস্ট একযোগে ১৪ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় সরকার।