প্রতিনিধি | বুধবার, ২০ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 817 বার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউপির ছাত্র ৮ম শ্রেণীর রহমত উল্লাহ’র হত্যার খুনীদের ফাঁসীর দাবীতে কুটি-কসবা মহাসড়কে দীর্ঘ মানববন্ধনে শিক্ষক ও ছাত্রছাত্রীসহ কয়েকশ’ লোক অংশ নেন।
কুটি ইউপির সোমবার বিকালে সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্সার সুপার আবুল ফায়েজ,নাজির হোসাইন হুমায়ন,সিরাজুল ইসলাম ম্বোর,মোহাম্মদ আলী,মনির হোসেন, স্কুল ছাত্রী লাকী আক্তার ও লৎফা আক্তার প্রমুখ।
গত ০৫এপ্রিল ২০১৫ থেকে রহমত উল্লাহ নিখোজ হলে ১৩এপ্রিল কুটি মহাসড়রে পাশে ধান জমি থেকে লাশ পুলিশ উদ্ধার করেছিল।