স্টাফ রিপোর্টার : | রবিবার, ১৮ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 140 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিশেষ রাষ্ট্রীয় সফরে আজ রোববার (১৮.০৩.২০১৮) বিকাল ৪টা ৩০ মিনিটের ফ্লাইটে ভারতের নয়াদিল্লির উদ্দেশ্যে রওয়ানা করেন। তিনি আগামীকাল সোমবার সকাল নয়টার দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘জাল টাকা সনাক্তকরণ’ বিশেষ কর্মশালায় যোগ দিবেন। আগামীকাল ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচদিনের এই কর্মশাল্লা শেষে আগামী ২৪ মার্চ নিজ কর্মস্থলে যথারীতি দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোসাইন সকলের দোয়া কামনা করেন। উক্ত কর্মশালায় বাংলাদেশ পুলিশ বাহিনীর ২০ জন চৌকস পুলিশ অফিসার যোগ দিবেন বলে তিনি জানান।