স্টাফ রিপোর্টার : | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 166 বার
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ ব্যক্তিত্ব, শহরের জামে মসজিদ রোড, মহাদেব পট্টি ব্যবসায়ী কমিটির প্রধান উপদেষ্টা সাবেক সভাপতি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, ব্যবসায়ী সমন্বয় কমিটির সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সাবেক পরিচালক, ফয়েজ লাইব্রেরির সত্ত্বাধিকারী, আলহাজ্ব মোঃ আবুল ফয়েজ (কালা মিয়া)-এর মৃত্যুতে জামে মসজিদ রোড, মহাদেব পট্টি ব্যবসায়ী কমিটির শোক কর্মসূচীতে গত সোমবার শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ জাকিরুল ইসলাম শফিকের সভাপতিত্বে ফয়েজ টাওয়ার মার্কেটে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম. এ হালিম, কমিটির সদস্যদের মধ্যে হাজী মোঃ ইউনুস মিয়া, আব্দুর রাজ্জাক, আবু সাদেক, জহির উদ্দিন আহমদ, মোঃ কামাল সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ। পরিবারের পক্ষথেকে বক্তব্য রাখেন আবুল মনসুর, ফখরুল ইসলাম নোমান, মোঃ আশিকুল ইসলাম সুমন। সভায় বক্তারা ব্যবসায়ীদের কল্যাণে এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে উন্নয়নে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারিয়েছি। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এদিকে শোক কর্মসূচীতে সোমবার জামে মসজিদ রোড, মহাদেব পট্টির সকল ব্যবসা প্রতিষ্ঠান ২ ঘন্টা বন্ধ রাখা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |