নাসিরনগর প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 415 বার
নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।
এ উপলক্ষে গত মঙ্গলবার ২৭ মার্চ বিকালে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম খান, তাওহীদ ভূঁইয়া, মহিলা অভিভাবক সদস্য পদে কাজী খালেদা আক্তার, শিক্ষক প্রতিনিধি পদে অমৃত লাল সরকার ও নুরুল আলম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি দিল রওশন পান্না।
সভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা নব নির্বাচিত সভাপতি ও সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রামকে ফুল দিয়ে বরণ করেন নেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম বারের মতো একজন সংসদ সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |