আখাউড়া প্রতিনিধি : | সোমবার, ০২ এপ্রিল ২০১৮ | পড়া হয়েছে 145 বার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে আনন্দ র্যালি বের হয়।
প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বের হওয়া র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহমান বিল্লাল, নির্বাহী সদস্য সচিব আব্দুল মমিন বাবুল, মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া, আখাউড়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, এন এস কবির পলাশ মো. মনির হোসেন, জুটন বনিক, কাজী সাফিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।