ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | পড়া হয়েছে 96 বার
পৌর মেয়র মিসেস নায়ার কবীর বলেন,শেখ হাসিনার সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার যাবতীয় ব্যবস্থা করেছে। শারদীয়া দূর্গা পূঁজায় সনাতন ধর্মের মানুষের সর্বোচ্চ নিরাপত্তার সাথে ব্যাপক উৎসব আমেজে তাদের ধর্মীয় কর্মকান্ড পালন করছে। এ সময় তিনি শান্তিপূর্ণভাবে উৎসব আমেজে পূজা উদযাপনের আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, চেম্বার অব কমার্স’র উর্ধ্বতন সহ সভাপতি সুভাষ পাল, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীমা মুজিব, আনন্দময়ী কালিমন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদর্শন সাহা, ট্রাষ্টিবোর্ড সভাপতি প্রানতোষ পাল, প্রদীপ কুমার দেব, রনজিৎ কুমার রায়, বিভাষ চন্দ্র রায়, কালভৈরব পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন ভট্টাচার্য্য, পূজা উদযাপন পরিষদ নেতা পরিতোষ রায়, পলাশ ভট্টাচার্য্য, প্রণব ভট্টাচার্য্য, বিজয় রায়, রাধামাধব মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজন পাল, সাধারণ সম্পাদক এডঃ রিপন কুমার সূত্রধর, রানা কুমার দাস, আসিফ ইকবাল খান, সুমন সাহা, আরিফুল ইসলাম, লিটন কুমার দেব, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |