বিজয়নগর প্রতিনিধি | শনিবার, ৩০ মে ২০২০ | পড়া হয়েছে 169 বার
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার সকালে জেলার বিজয়নগর উপজেলা ও আখাউড়া উপজেলা থেকে পৃথক অভিযানে এই মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
শনিবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মিজানুর রহমান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে আখাউড়া উপজেলার রাজাপুর এলাকা থেকে ৭৯ বোতল ইস্কফ ও খালাজোড়া এলাকা থেকে ৮৮ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। একই সময়ে বিজয়নগর উপজেলার কাশিমপুর এলাকা থেকে ৭৯ বোতল ইস্কফ ও মহেশপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজা এবং ৭৯ বোতল ইস্কফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।