প্রেস বিজ্ঞপ্তি ; | রবিবার, ০৫ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 599 বার
নবীনগরে প্রায় দুই হাজার গরীব ও অহসায় রোগীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। কালঘড়া গ্রামের কৃতি সন্তান ও জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (শিশু) ডা. মো. মনির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইউনূস আলী। কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. সুলতান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, প্রফেসর ডা. এ.কে.এম শরীফুল ইসলাম, ডা. মো. মনির হোসেন ও হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়ার হোসেন। এসময় বক্তারা ডা. মো. মনির হোসেনের বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরণের সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য তার প্রতি আহ্বান জানান। পরে আলোচনা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকরা নবীনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দুই হাজার গরীব ও অসহায় রোগীর মাঝে স্বাস্থ্য সেবা প্রদান করেন। এছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে প্রায় দেড় লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে ছিলেন, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. এ.কে.এম শরিফুল ইসলাম, প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শরীফ হাসান, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আহসানুল হক কাউছার, নবজাতক ও শিশু রোড বিশেষজ্ঞ ডা. মো. মনির হোসেন, সার্জারি কনসালটেন্ট ডা. মো. জুনাইদুর রহমান লিখন, নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইউনূস আলী, ডা. সুলতান আহমেদ, ডা. সাদ্ সুলতান, মা ও শিশু রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ ডা. আয়েশা সিদ্দিকা, ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ জাকারিয়া, ডেন্টাল সার্জন ডা. মাহবুব হোসেন, নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. আনোয়ারুল হক (শ্যামল), নাক- কান- গলা রোগ বিশেষজ্ঞ ডা. এবিএম মুসা, গাইনী- প্রসূতি -স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. ফৌজিয়া জাফরিন (টিকলি), নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. সাইমুল হুদা, ডা. তাওহিদুর রহমান হামিম, ডা. আওয়াতিফ ইবনে মতিন, ডা. তৌহিদা তামান্না, ডা. মুসরাত ফারখান্দা জেবিন। উল্লেখ্য, ডা. মো. মনির হোসেন প্রতি বছর তার ব্যক্তিগত উদ্যোগে কালঘড়া গ্রামে অসহায় রোগীদের মাঝে বিনামূল্য স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করে থাকেন। তিনি সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এবং জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সেবামূলক কাজে জড়িত রয়েছেন।