ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 253 বার
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেনের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইপ-১- অধিশাখা থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে পাঠানো এক পত্রে (স্মারক নং-৪৬.০০.১২০০.০১৭.২৭.০০১.১৬-৮৪৯) এই তথ্য জানানো হয়।
উপ-সচিব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে বলা হয়, জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া এর কার্যালয়ের স্মারক নং-৬২৪, তারিখঃ-২১-১১-২০১৯ ইং এর পত্রের বিষয় ও সূত্রোস্থ স্মারকের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন কর্তৃক প্রদত্ত কারণ দর্শানোর জবাব এবং জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়ার সুপারিশ বিবেচনাপূর্বক এই বিভাগ থেকে গত ১৫/০৯/২০১৯ তারিখেরে ৪৯৭ নং স্মারকে জারিকৃত সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো।