প্রতিনিধি | মঙ্গলবার, ৩১ মে ২০১৬ | পড়া হয়েছে 610 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৫ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। এসময় মাদকবাহী একটি পিকআপ ভ্যান আটক করা হয়। গত সোমবার রাতে জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকা থেকে গাঁজাসহ ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মজনু মিয়া-(৪০)। সে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গুবুরিয়া গ্রামের মোঃ জজ মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার এএসপি মোহাম্মদ রেজা সারোয়ারের নেতৃত্বে র্যাব সদস্যরা বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আলাদাউদপুর এলাকায় চেকপোষ্ট বসায়। পরে একটি পিকআপ ভ্যান আসতে দেখে গাড়িটিকে আটক করে। পরে পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৩৫ কেজি গাঁজা উদ্ধার ও গাড়ির চালক মজনু মিয়াকে গ্রেপ্তার করা হয়।