বিজয়নগর প্রতিনিধি | শুক্রবার, ১৯ মার্চ ২০২১ | পড়া হয়েছে 117 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারীচালিত অটোরিকসা চুরি করতে গিয়ে ১৫ মামলার আসামীসহ ৫ চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপলোর পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের টানমনিপুর ব্রীজের উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোস্তাক আহম্মেদ ফয়সাল- (৩৪), পলাশ মিয়া-(৩৭) সাগর মিয়া-(২২), শামিম মিয়া-(২৫) ও শাকিল মিয়া-(১৮)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাগর মিয়ার বাড়ি উপজেলার চান্দুরা গ্রামের আলাদাউদপুর গ্রামে এবং বাকী চারজনের বাড়ি চান্দুরা ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতরা উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের গাজী মিয়া ও হেবজু মিয়ার মালিকানাধীন দুটি অটোরিকসা চুরি করতে গিয়ে স্থানীয় লোকজনদের হাতে আটক হয়।
পরে স্থানীয়রা রিকসার মালিকদের বিষয়টি অবহিত করলে তারা এসে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে মোস্তাক আহমেদ ফয়সাল ১৫টি মামালার পলাতক আসামী, পলাশ মিয়া নারী নির্যাতন মামলার আসামী, সাগর মিয়া একাধিক চুরির মামলার আসামী। শামিম ও শাকিলের বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।