বিজয়নগর প্রতিনিধি | সোমবার, ০১ জুন ২০২০ | পড়া হয়েছে 175 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাসুক মিয়া-(৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুক মিয়া ভিটিদাউদপুর গ্রামের সামসু মিয়ার ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের বাড়িতে মাসুক মিয়া বিদ্যুৎপৃষ্ট হন। আশঙ্কাজনব অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।