বিজয়নগর প্রতিনিধি | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯ | পড়া হয়েছে 269 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎপৃষ্টে কেরামত আলী-(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মুকন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ি মকুন্দপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কেরামত আলী মুকন্দপুর গ্রামের কামালমোড়া পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পুকুর পারে থাকা একটি মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে পরে মারা যান। খবর পেয়ে স্থানীরা তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফয়জুল আজিম নোমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।