বিজয়নগর প্রতিনিধি : | বুধবার, ০৮ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 400 বার
বিজয়নগরে বাসচাপায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার মনু মিয়ার ছেলে সোহাগ (৩০), একই এলাকার আবদুল বাছির মিয়ার ছেলে মনির হোসেন (২৭) ও আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের নাজির মিয়ার ছেলে দীনইসলাম (২৫)। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবীর এ তথ্য জানিয়েছেন।