বিজয়নগরে প্রতিনিধি : | মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 156 বার
ব্রাহ্মণবাড়িয়ায় পৌনে তিন লাখ টাকা মূল্যের ৭৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবির সদস্যরা। গতকাল সোমবার রাতে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কামালমোড়া এবং আখাউড়া রেলওয়ে জংশনে একটি ট্রেনে অভিযান চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নে সদস্যরা গতকাল সোমবার গভীর রাতে বিজয়নগর উপজেলার কামাল মোড়া এলাকায় মাদক চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা ৫০ কেজি গাঁজা ভর্তি একটি বস্তা ফেলে পালিয়ে যায়।
অপর দিকে একই রাতে আখাউড়া রেলওয়ে স্টেশনে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রেনে তল্লাশী করে ২৮ কেজি উদ্ধার করে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক দুই লাখ তিয়াত্তর হাজার টাকা।