বিজয়নগর প্রতিনিধি | শুক্রবার, ০৫ মার্চ ২০২১ | পড়া হয়েছে 133 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৬৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ নজরুল ইসলাম-(২৬) ও মোঃ নাঈম মিয়া (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গত বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার আলাদাউদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মোঃ আরব আলী ছেলে ও নাঈম মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নিজনগর গ্রামের মোঃ হায়দর আলীর ছেলে।
শুক্রবার ৫ই মার্চ, ২০২১ বিকেলে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।