বিজয়নগর প্রতিনিধি | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 84 বার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপও জব্দ করা হয়।
গত শুক্রবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার সাতবর্গ বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সারের কোনা গ্রামের মোঃ রিমন মিয়া- (২৫) ও একই এলাকার মোঃ আবুল কাশেম-(৩৩)।
শনিবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুরে র্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় পাচার করে আসছিলো।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।